সর্বশেষ আপডেট

3/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং: ডিআইজি পার্থের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য আজ

 ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং: ডিআইজি পার্থের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য আজ


মোঃ আনিসুল হক:

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে প্রথমবার সাক্ষ্যগ্রহণের জন্য আজ দিন ধার্য রয়েছে। 

গেল ০৪ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দিলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। ওইদিনই এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন বিচারক। 

ওইদিন ডিআইজি পার্থকে কারাগার থেকে আদালতে হাজির করে তার পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির বিরুদ্ধে চার্জগঠনের আবেদন জানান। 

আদালত উভয় পক্ষের শুনানি শেষে ডিআইজি পার্থের কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। এসময় ডিআইজি পার্থ নিজেকে ‘নির্দোষ’ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত তার বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। 

গেল বছরের ২৮ জুলাই সকালে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর ওইদিনই বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। 

পরদিন ২৯ জুলাই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি কারাগারে আছেন। একই বছরের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ৩১ আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিটটি গ্রহণ করে চার্জ শুনানির তারিখ ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেন। 

২০১৬ সালের ৮ আগস্ট ডিআইজি প্রিজন পার্থ চট্টগ্রামের ডিআইজি হিসেবে যোগ দিয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ