সর্বশেষ আপডেট

3/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডিউটির রাতে’ কারাগারের পাশের নালায় পড়েছিল কারারক্ষীর লাশ ।“পরিচ্ছন্নতাকর্মীরা বুট জুতা দেখতে পেয়ে আমাদের খবর দেন।”

বগুড়া জেলা কারাগারের পাশের নালায় পড়েছিল কারারক্ষীর লাশ। 

বৃহস্পতিবার বিকালে ওই নালা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কারাগারটির জেল সুপার ফরিদুর রহমান রুবেল জানান। 

নিহত একরামুল হক (৪৫) নওগাঁ জেলার বদলগাছী এলাকার বাসিন্দা“কারাগারের ২ নম্বর গেইটে রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ডিউটি ছিল একরামুলের। পরের শিফটের ডিউটি ছিল মামুন নামে আরেক কারারক্ষীর। কিন্তু মামুন ডিউটিতে যাননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, মামুন নিজের অসুস্থতার কথা জানালে তার জায়গায় আরেক জনকে পাঠানো হয়। সকালে জানা যায়, একরামুল নিখোঁজ আছেন।” 


জেল সুপার আরও বলেন, “ড্রেইনের উপর ঝোপ-ঝাড় থাকায় প্রথমে আমরা কেউ খেয়াল করিনি। পরে পরিচ্ছন্নতাকর্মীরা একরামুলের বুট জুতা দেখতে পেয়ে আমাদের খবর দেয়।” 

খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

পরে বিকাল ৫টার দিকে একরামুলের মরদেহ নালা থেকে তোলা হয়। এ সময় নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। সেখান থেকে রক্তও বের হচ্ছিল বলে জানান,  জেল সুপার ফরিদুর রহমান।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, “আমরা সুরতহাল করছি; এরপর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ