বুধবার (১৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে যথাক্রমে ৭২ লাখ ৯ হাজার ২২২ টাকা ও ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকা, মোট ২ কোটি ২১ লাখ ৭ হাজার ২৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
উল্লেখ্য, শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরে ড্রাফটসম্যান পদে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে ডেপুটি জেলার হন। বর্তমানে সিনিয়র জেল সুপার পদে আছেন তিনি।
1 মন্তব্যসমূহ
Sob ghus khor
উত্তরমুছুন