পোস্টটি শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করুন
দৃষ্টি আকর্ষণ:-
কারাগারের যেসব কর্মচারীগন নিজ বিভাগ ছেড়ে থেকে অন্য বিভাগে কর্মরত আছেন তাদের সংখ্যা নিহাতই কম না। বিশেষ করে নতুন বিভাগগুলো হওয়ার পর কারাঅধিদপ্তর স্ব স্ব বিভাগে বদলি কার্যক্রম বেশ দ্রুত সমন্ন করছিলো।কিন্তু আমাদের আইজি মহোদয় পরিবর্তনের সাথে সাথে সেই কার্যক্রমে ভাটা পড়ে। তার সবচেয়ে বড় কারণ হলো-নতুন স্যার যোগদানের পরে উক্ত বিষয়ে তাকে অবহিত করার কেউ নাই। এই জন্য নতুন আইজি মহোদয়ের কোনো দোষ দেয়া যায় না,তিনি তো আর এই সমস্যার ব্যাপারে জানে না। পর্যাপ্ত বাসস্থান ব্যবস্থা না থাকার কারণে এই কর্মচারীগন না পারছে কর্মস্থলে সপরিবারে বসবাস করতে, না পাচ্ছে পর্যাপ্ত ছুটি। তবু নিয়ম থাকা সত্ত্বেও স্ব স্ব বিভাগে যোগদান করতে পারছে না। কারাঅধিদপ্তরের কর্তা বেক্তিগণ যদি আইজি মহোদয়কে বিষয়টা অবহিত করে এবং তাদের বদলির ব্যবস্থা করে দেয় তবে কারারক্ষী ভাই বোনেরা কারা কর্মে আরো উদ্যোমী হতে পারতো। সুতরাং সর্বোতকৃষ্ট কারা সেবা নিশ্চিত করতে স্ব স্ব বিভাগে বদলি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।এই বিষয়ে কারাকর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষন করছি।
0 মন্তব্যসমূহ